ঢাকার সাভারে বন্ধ থাকা গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) চালুর জন্য নির্দেশনা দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে টিএমআর পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।
সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে টিএমআর পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, স্থাপনা ঘুরে দেখেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে টিএমআর বন্ধ থাকার কারণ শোনেন। কর্মকর্তারা তাকে কারখানা চালুর জন্য জনবল প্রয়োজন বলে জানান। পরে তিনি কারখানা চালুর বিষয়ে নির্দেশনা দেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এবিএম খালেদুজ্জামান বলেন, জনবলের অভাব এখানে মূল সমস্যা। উপদেষ্টা মহোদয় টিএমআর কীভাবে দ্রুত চালু করা যায়, সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘‘দ্রুত সময়ের মধ্যে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি।’’
২০২৩ সালের ১৯ জানুয়ারি গবাদিপশুর খাবার তৈরির সরকারি এ কারখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর কারখানাটি চলছিল ওই এক দিনই। কারখানাটির জন্য ইতিমধ্যে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা। এটি নির্মাণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ব্যয় করা হয়েছে কৃত্রিম প্রজনন কার্যক্রম ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (এআইইটি) প্রকল্পের (তৃতীয় পর্যায়) অধীনে। এই কারখানার জন্য আধুনিক ভবন করা হয়েছে, জার্মানপ্রযুক্তির যন্ত্রপাতি আনা হয়েছে। কিন্তু কারখানা চালানোর জন্য কোনো শ্রমিক, কারিগরি কর্মকর্তা ও ব্যবস্থাপনা কর্মী নিয়োগ দেওয়া হয়নি।