সারা বাংলা

লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় ১৭টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- স্টিফেন ত্রিপুরা (৫০), মশৈনিয়া ত্রিপুরা (৪৪), যোয়াকিম ত্রিপুরা (৫২) ও ইব্রাহিম (৬৫)। এর মধ্যে, ইব্রাহিম পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জমি দেখভাল করতেন।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, ‘‘মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার আরো কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে।’’

এর আগে, গত মঙ্গলবার বান্দরবানে লামা উপজেলার তংগোঝিড়ি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় ১৭টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার গুঙ্গামনি ত্রিপুরা নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।