বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। তবে সম্প্রতি তিনি জমি কেনা-বেচা ও বালুর ব্যবসায় যুক্ত হয়েছিলেন।
আবু সাঈদের ভাই রিপন বলেন, “রাত ১২টার পর কে বা কারা আমার ভাইকে মোবাইল ফোনে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। আমার ভাই ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহত আবু সাইদের চাচাতো ভাই ও রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক ছাত্র নেতা নিশাদ হোসেন বলেন, “সাইদ বাড়িতেই ছিলেন। মোবাইল ফোনে কল আসার পর তিনি বাড়ি থেকে বের হন। পরে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না। তবে সন্দেহের তালিকায় আছেন কয়েকজন। দেখা যাক কি হয়। তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।”
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “আমরা জানতে পেরেছি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনও জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। নিহতের লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।”