গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪২) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী আনোয়ার হোসেন মারা যান। খবর পেয়ে নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. জামান বলেন, “ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘোড়াঘাট সড়কের মেঘনা পাম্পের সামনে থেকে আটক করা হয়েছে। তবে, চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক গাড়িটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”