সারা বাংলা

বছরব্যাপী যেসব কারণে আলোচনায় ছিল রাঙামাটি

শেষ হতে চলেছে ২০২৪ সাল। বিদায়ী বছরে নানা কারণে আলোচনায় ছিল পর্যটনের জেলা রাঙামাটি। বছরব্যাপী রাঙামাটির আলোচিত ঘটনা নিয়ে আজকের এই আয়োজন।

পর্যটকের উত্থান-পতন

বছরের শুরুর দিকে পর্যটকে মুখর ছিল রাঙামাটি জেলা। তবে, সেপ্টেম্বরে পাহাড়ে অস্থিরতার কারণে সাজেকে প্রায় দেড় মাস এবং রাঙামাটিতে ২৪ দিন পর্যটক ভ্রমণ বন্ধ ছিল। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। তবে, বছরের শেষের দিকে পরিবেশ স্বাভাবিক থাকায় আবারো পর্যটকরা পাহাড়মুখী হয়েছেন।

সড়কে মৃত্যু

পাহাড়ি জেলা রাঙামাটিতে সারা বছরই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে, ২৪ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হন।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক আরো ৩ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, বছরব্যাপী পৃথক ঘটনায় আরো অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

বৈষম্যবিরোধী আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল থাকলেও পাহাড়ি জেলা রাঙামাটি ছিল অনেকটা নীরব। তবে, আগস্টের শুরুর দিকে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আন্দোলনে নামেন। ৪ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনা ঘটে।

বাঘাইছড়ি পৌর এলাকা ডুবেছে চার বার

জুলাই-আগস্ট দুই মাসে বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকা অন্তত চার বার বন্যার পানিতে ডুবেছে। এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনসহ এইচএসসির একাধিক পরীক্ষা স্থগিত করা হয়। বন্যার কারণে কৃষিজমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। এছাড়া, বাঘাইছড়ির একাধিক স্থানে নিম্নাঞ্চল ডুবে থাকায় বেশ কয়েকবার সাজেকে পর্যটকরা আটকা পড়েন।

কাপ্তাই হ্রদের রেকর্ড পরিমাণ পানি ছাড়

অতিরিক্ত বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এতে থেমে থেমে প্রায় ২৫ দিনের মতো কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ে দিয়ে পানি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর আগে, কখনো এতদিন পানি নিষ্কাশনের প্রয়োজন পড়েনি।

মাইকেল চাকমার মুক্তি

গত ৭ আগস্ট পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান। এর আগে, ২০১৯ সালে ঢাকার আশুলিয়া থেকে গুম হন মাইকেল চাকমা। তিনি ইউপিডিএফের প্রভাবশালী সংগঠক।

পালন হয়নি কঠিন চীবর দানোৎসব

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব এ বছর পালিত হয়নি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ৬ অক্টোবর কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত নেয় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘসহ ১৫টি ভিক্ষু সংগঠন। এতে একাত্মতা প্রকাশ করে রাঙামাটি রাজ বনবিহার।

ভ্রাতৃঘাতী সংঘাত

বছরজুড়ে থেমে থেমে চলেছে আঞ্চলিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই পাহাড়ের ৪ আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি, ইউপিডিএফ, জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংঘর্ষে জড়ায়। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।

বছরের শুরুতে ৪ ফেব্রুয়ারি ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যার পর থেমে থেমে গোলাগুলি কিংবা প্রতিপক্ষের ডেরায় হামলায় আরো অন্তত ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

এছাড়া, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্রে করে গণপিটুনিতে মামুন (৩০) নামের এক যুবক নিহত হন। এ ঘটনার জেরে সংঘাতের সূত্রপাত হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। এতে খাগড়াছড়ি জেলা সদরে দুই জন, দীঘিনালায় এক জন ও রাঙামাটিতে এক জন নিহত হন। সেই সঙ্গে শতাধিক দোকানপাটে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে।

সহিংসতার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা সফর করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সহিংসতার কারণ উদঘাটনে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।