নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক নারী (৫০) ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর বিষপ্রয়োগে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নড়াইল সদর থানায় চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো এক-দুজনকে আসামি করে মামলাটি করেন নিহতের ছেলে।
আসামিরা হলেন- সদর উপজেলার ওসমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), আয়ুব আলীর ছেলে রাজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) ও শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। এর মধ্যে, মামলার প্রধান আসামি ফারুক মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।’’
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত মঙ্গলবার টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে রাজিবুল মোল্যা পাওনা টাকা দেওয়ার জন্য ওই ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা আনতে গেলে ফারুকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী বিষয়টি জানিয়ে দেওয়ার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। রাতে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ