সারা বাংলা

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে, তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে। বিপ্লবের পরে বিক্ষুব্ধ যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের নামে ৯৩টি মামলা হয়েছে। ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময সভায় তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে।” 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার শেষ হলে আমরা একটি নির্বচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব।”

উপদেষ্টা বলেন, “ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। দুইটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে।” 

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ প্রমুখ। জেলার দুইশত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা এ সময় উপস্থিত ছিলেন।