দেশের পার্বত্য তিন জেলার অন্যতম বান্দরবান। আঁকাবাঁকা পথ ও উঁচু-নিচু সবুজ পাহাড়, নদী ও ঝরনা এই জেলাকে অপূর্ব রূপে সাজিয়ে তুলেছে। তবে, বিদায়ী বছরে নানা কারণে আলোচনায় ছিল পর্যটনের এই জেলা। বছরব্যাপী বান্দরবানের আলোচিত ঘটনা নিয়ে আজকের এই আয়োজন।
দুর্গম পাড়াগুলোতে খাদ্যাভাব: বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকার পাড়াগুলোতে দেখা দিয়েছিল খাদ্যাভাব। গত বছর বন্যার কারণে জুমের ক্ষতি হওয়ায় পর্যাপ্ত ফসল উৎপাদন করতে পারেননি এসব পাড়ার বাসিন্দারা। যে কারণে সেখানকার চারটি পাড়ার ৬৪টি পরিবারের প্রায় ৩০০ মানুষ মানবেতর জীবনযাপন করেন। তারা বাঁশ ও কোড়ল খেয়ে দিন অতিবাহিত করেছিলেন।
জানা যায়, মিয়ানমার সীমান্তবর্তী মেনহাক পাড়া, বুলু পাড়া, তাংখোয়াই পাড়া, য়ংডং পাড়ায় প্রায় ৬৪টি পরিবারের বাস। তারা জুম চাষের ওপর নির্ভরশীল। জুম চাষ থেকেই পরিবারগুলোর খাদ্যের যোগান হয়। গতবছর বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় সারা বছরের খাদ্য উৎপাদন করতে পারেননি তারা। ফলে ওই দুর্গম এলাকায় খাদ্যসংকট দেখা দিয়েছিল। গত মে মাস থেকে পাড়াগুলোতে খাদ্যাভাব দেখা দেয়।
বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এই পাড়াগুলোতে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। থানচি উপজেলা সদর থেকে রেমাক্রি ইউনিয়নের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। সিমান্তলাগোয়া এসব পাড়ায় নৌপথে যেতে সময় লাগে দুইদিন। তাদের খাদ্যের প্রধান উৎস জুম চাষ। জুমের ধানের ফলন ভালো হলে পরিবারের অভাব কিছুটা কমে। ফলন ভালো না হলে বছরজুড়ে দেখা দেয় খাদ্যের অভাব।
গত ২৪ আগস্ট দুপুরে থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা দুটি নৌকায় সেখানে এক টন চাল পাঠিয়েছিলেন।
বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার: জেলার রোয়াংছড়ি উপজেলার গোদারপার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের (৫৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। সেসময় তার ব্যবহৃত টেবিলের ওপরে একটি চিঠি পাওয়া যায়।
গত ১৩ জুলাই দুপুরে উপজেলার তারাছা ইউনিয়নের গোদারপার এলাকার বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার হয়েছিল। ড. এফ দীপংকর মহাথের আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ছিলেন। তিনি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফরাঙ্গী গ্রামের বাসিন্দা।
বৌদ্ধ বিহার সূত্রে জানা গিয়েছিল, প্রতিদিনের মতো রাতে ধ্যান সাধনা শেষে এফ দীপংকর মহাথের ঘুমাতে যান। সকাল থেকে দুপুরে গড়িয়ে গেলেও বিহার বন্ধ দেখতে পেয়ে অন্য ভিক্ষুরা গিয়ে তার মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভোট স্থগিত: যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত ২৩ এপ্রিল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এই ঘোষণা দিয়েছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
৩ উপজেলা ভ্রমণে প্রশাসনের নির্দেশনা: বান্দরবানের তিন উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে ওইসব এলাকার পর্যটনকেন্দ্র সমূহে যে কোনো ধরণের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল। গত ১২ এপ্রিল জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪৯: বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের সবাই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৮ এপ্রিল রুমার বেথেল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে পুলিশ ও এপিবিএন স্কট দিয়ে গ্রেপ্তারকৃতদের বান্দরবান সদর থানায় নিয়ে যায়। ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান জোরদার করা হয়েছিল বলেও সেসময় পুলিশ জানায়।
৯ এপ্রিল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সদর কোর্ট পুলিশের পরিদর্শক একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছিলেন।
রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ: রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছিল। তারা রুমা শাখার ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করেছিল। গত ২ এপ্রিল রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছিল। পরে ৪ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে সোনালী ব্যাংকের রুমা শাখায় ডাকাতি হয়। এ সময় ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন নিজাম উদ্দিন। রমজান মাস হওয়ায় তিনি ব্যাংকের পাশে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। ওই সময় ব্যাংকে ভল্টের চাবি জন্য চার-পাঁচ জন সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তাকে মসজিদ থেকে ডেকে নিয়ে যায়। পরে ভল্টের চাবি নিয়ে নেয় সন্ত্রাসীরা। তবে ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ টাকা নিতে না পেরে নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
রুমার ঘটনার পর ৩ এপ্রিল থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে তারা টাকা লুট করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চাঁদের গাড়িতে ২০-২৫ জন এসে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটপাট করে পালিয়ে যায়। ব্যাংক দুটি পাশাপাশি ভবনে হওয়ায় মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের থানচি শাখার ক্যাশিয়ার ওমর ফারুক বলেছিলেন, ১২-১৫ জন গ্রাহকের টাকাসহ ব্যাংকের ক্যাশ থেকে লেনদেনের সব টাকা লুট করে নিয়ে গেছে।
ওই সময় পুলিশের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা শুনেছি। টাকার পরিমাণ ও ঘটনার বিস্তারিত পরে জানতে পারব।
কেএনএফ’র প্রধান সমন্বয়ক গ্রেপ্তার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় তার বাড়ি থেকে দুটি বন্দুক (এয়ারগান) উদ্ধার করা হয়। র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিলেন।
তুমব্রু সীমান্তে নিহত ২: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ দুই জন নিহত হয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে সীমান্তের জলপাইতলী এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেছিলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এসে পড়ে। সে সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হন।
পর্যটকবাহী গাড়ি খাদে: রুমার কেওক্রাডং থেকে ফেরার সময় পর্যটকবাহী বি-৭০ জিপ গাড়ি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হন। এ সময় আরো ১০ জন আহত হয়েছিল। গত ২০ জানুয়ারি সকালে সাড়ে ১১টার দিকে রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে।
বান্দররবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানিয়েছিলেন, ৪৫ জনের একটি দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে যায়। ফেরার পথে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুইজন নিহত ও দশজন গুরুতর আহত হন।