সারা বাংলা

টাঙ্গাইলে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধা‌রে এক্সক্যাভেটর (ভেকু) দি‌য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে  গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যানে স্থা‌পিত এসব মুর‌্যালগু‌লো ভেঙে  গুঁড়িয়ে দেওয়া হয়।

 

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পা‌লি‌য়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যানে মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম‌্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লা হয়। এ সময় পা‌শে থাকা জাতীয় চার‌ নেতার ম‌্যুরালও ক্ষ‌তিগ্রস্ত হয়েছিল। এবার সোমবার রাতের আঁধা‌রে ভেকু দি‌য়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। 

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, “সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে ম্যুরালটি ভেঙে ফেলে।”

তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না।

যোগাযোগ করা হলে ওসি বলেন, “আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। ঘটনাটি জেনে পরে বিস্তারিত জানানো যাবে।”

এ বিষ‌য়ে জেলা প্রশাসক শরীফা হ‌কের বক্তব্য জান‌তে মোবাইলে একা‌ধিকবার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি কল রি‌সিভ ক‌রেন‌নি।