সারা বাংলা

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরাকে (২২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ায় এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, “ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। যদিও তিনি শঙ্কামুক্ত নয়।” 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের সি অ্যান্ড বি পাড়ায় ছাত্র দলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেফার্ড করা হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।