ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর একটি কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এ সব পণ্য কেনা নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও পার্শ্ববর্তী সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাকবিতণ্ডায় জড়ায়। এ ঘটনায় ওই দুই নেতার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি শান্ত থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।