হাড়কাঁপানো ঠান্ডা বাতাসে কাঁপছে দিনাজপুরের জনজীবন। শীতে অনেকটাই থেমে গেছে জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এ জেলার মানুষ। ঘনকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ।
তিনি আরও জানান, আগামী ৩ থেকে ৪ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে।
গরম জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা।