পটুয়াখালীর বাউফল কুকুরকে অবশিষ্ট খাবার খাওয়ানোর অপরাধে একটি মসজিদের ইমামকে ঝাড়ু দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালিশুরী ইউনয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এসে ঘটনার বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন ভুক্তভোগী।
এর আগে একই দিন দুপুর ২টার দিকে ইউনিয়নেরে একটি মসজিদে ঘটনাটি ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ইমাম জানান, প্রায় ৪ মাস আগে শিংরাকাটি গ্রামের একটি মসজিদে ইমাম হিসাবে চাকরিতে যোগ দেন তিনি। ডিসেম্বর মাসে শারীরিক অসুস্থতার জন্য একদিন ফজরের আজান দিতে বিলম্ব হয় তার। এ কারণে মসজিদে এসে তাকে অনেক গালমন্দ করেন জাহাঙ্গীর হোসেন ও মসজিদ কমিটির সহ-সভাপতি আবদুর রব। পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন তারা তাকে। বিষয়টি মসজিদ কমিটির সবাইকে জানালে তারা মিমাংসা করে দেওয়ার কথা বলেন। তবে কোনো সমাধান হয়নি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকলে জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে তার জন্য খাবার পাঠানো হয়। তিনি সম্পূর্ণ খাবার খেতে পারেননি। অতিরিক্ত খাবার একটা পোষা কুকুরকে খেতে দেন। দুপুর ২টার দিকে মসজিদে এসে তাকে ঝাড়ু পেটা করেন জাহাঙ্গীর। এসময় তার স্ত্রী এসে বাধা দেয়। পরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও মসজিদের সহ-সভাপতি আবদুর রব তাকে (মসজিদের ইমাম) লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারেরর দাবি জানান।
ওই মসজিদের সভাপতি মো. ইউনুস মিয়া বলেন, “আমি বাড়িতে থাকি না, তবে ভিডিওতে দেখেছি। ঝাড়ু নিয়ে একজন ইমাম সাহেবের কাছে যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।”
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি ওই ইমামের পেছনে এক মাস পর্যন্ত নামাজ পড়ি না। মসজিদ কমিটি বলছে, এ কারণে ইমাম সাহেবকে খাবার দিয়েছি। না খাইলে আমার খাবার ফেরত দেবে, কুকুরকে দিয়েছে কেনো। এতে আমি গালমন্দ করেছি। তাকে মারধর করা আমার অন্যায় হয়েছে।”
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”