সারা বাংলা

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, বসতঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষে ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সাথে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় এলাকার ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা ও ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সালথা থানার পুলিশ। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।”

তিনি আরো বলেন, “এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”