সারা বাংলা

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

নাটোরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তুহিন হাসান সদর উপজেলার ছাতনী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই এলাকার বাসিন্দা। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন হাসান গতকাল সন্ধ্যায় ভাটপাড়ার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন কিশোর অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।

ওসি বলেন, ‘‘পূর্ব বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’’

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতালে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে পাঠানো হয়েছে। তবে, কারা তুহিনকে আক্রমণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’’