সারা বাংলা

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিএনপি নেতা রহিম নেওয়াজ বলেন, “আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার বিষয়টি ফেসবুকে দেখেছি। চরম দুঃসময়ে নিজের জীবন তুচ্ছ করে রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম। আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। আমরা সম্মেলন করার প্রস্তুতি প্রায় শেষ করেছিলাম। শুধু লালপুর, বাগাতিপাড়া ও সিংড়ার সম্মেলন না হওয়ায় আমাদের সম্মেলনের তারিখ ঠিক করতে পারিনি। তবু কেন্দ্র কেন কমিটি ভেঙে দিল, তা বোধগম্য নয়।”

জেলা বিএনপি সূত্র জানায়, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল আমিনুল হককে, যিনি পরে প্রয়াত হয়েছেন। সদস্য সচিব করা হয় রহিম নেওয়াজকে। দায়িত্বে থাকা অবস্থায় আমিনুল হকের আকস্মিক মৃত্যুতে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় শহিদুল ইসলামকে (বাচ্চু)। তিনি আগের কমিটিতে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।