জয়পুরহাটের কালাইয়ে মালেক খান ফটু (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার দক্ষিণ কুজাইল গ্রামের একটি আলুখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মালেক রাসায়নিক সার ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু, রাতে আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় একটি আলুখেতে তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’’