সারা বাংলা

খাগড়াছড়িতে নেদারল্যান্ডের লিলিয়াম ফুলের আবাদ

খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নেদারল্যান্ডের ফুল লিলিয়ামের চাষ। উদ্যোক্তা সাথোয়াই মারমা। তিনি সফলতাও পেয়েছেন। এখন কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণে সফলতা মিললে বাণিজ্যিক চাষাবাদে যাওয়ার কথা ভাবছেন এই উদ্যোক্তা। 

কন্দ রোপণের দেড় মাসের মাথায় কমলা রঙের মিষ্টি ঘ্রাণের লিলিয়াম ফুটেছে সাথোয়াই মারমার বাগানে। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় বেসরকারি একটি কোম্পানীর সহযোগীতায় পরীক্ষামূলক ২শ কন্দ দিয়ে লিলিয়ামের চাষ করেন এই শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা। 

সাথোয়াই মারমার বাগানে লিলিয়ামের চাষ

নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের কন্দ রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল কয়েক সপ্তাহ থেকে প্রতিদিন ফুটছে ফুল। যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। 

নার্সারি লেবার উমেশ ত্রিপুরা জানান, দুই দুর্লভ ফুলের কন্দ নিজে লাগাতে পেরে তিনি খুশি। 

সাথোয়াই মারমা জানান, এই ফুলটি বাংলাদেশে প্রথম এশিয়াটিক লিলিয়াম, তাদের কোম্পানি নেদারল্যান্ড থেকে এ কন্দটা নিয়ে এসেছে। আর পার্বত্য চট্টগ্রামে প্রথম এটা তারা বাণিজ্যিক উদ্দেশ্যে লাগিয়েছেন। এই ফুলের সুগন্ধি আছে। 

তিনি আশা করছেন পার্বত্য চট্টগ্রামে এই ফুল চাষ করে অথনৈতিকভাবে লাভবান হবেন। 

সাথোয়াই মারমার বাগানে লিলিয়াম ফুল

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মালেক বলেন, “পার্বত্য চট্টগ্রামে লিলিয়ামের স্বল্প পরিসরে চাষ শুরু হয়েছে। আশার কথা হচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের দুটি জাত অবমুক্ত করা হয়েছে। যার একটি হলুদ, অপরটি সাদা। নামকরণ করা হয়েছে, বারি লিলিয়াম-১ ও বারি লিলিয়াম-২ নামে। যা পার্বত্য চট্টগ্রামে চাষের উপযোগী এবং এই ফুলগুলো চাষ করলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি লিলিয়াম ফুলের চাহিদা পূরণ করতে পারবেন।”