সারা বাংলা

বাউফলে ব্যবসায়ীকে ‘অপহরণের’ প্রতিবাদে ধর্মঘটের ডাক

পটুয়াখালীর বাউফলে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির পর প্রতিষ্ঠানের মালিক শিবু বণিককে (৭২) ডাকাতদল অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন তারা। এর ফলে, বন্ধ রয়েছে কালাইয়া বন্দরের পাঁচ শতাধিক দোকানপাট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ‘কানু প্রিয় ভান্ডার’ নামের প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বেঁধে রেখে দোকানের সাত লাখ টাকা লুট করে প্রতিষ্ঠানের মালিক শিবু বণিককে ডাকাতদল অপহরণ করে নিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

কালাইয়া বন্দর মার্চেন্ট পট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, ‘‘প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ী শিবু বণিককে খুঁজে বের করেন। তার সন্ধান না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’’

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমদ মাঈনুল বলেন, ‘‘অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। দোকানপাট খোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।’’

আরো পড়ুন: বাউফলে ডাকাতির পর ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ