সারা বাংলা

বগুড়ায় প্রবাসীর স্ত্রী‌কে কুপিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রওশন আরা (৫৫) না‌মের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়ে‌ছে।  

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কোনো এক সময় নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে বাড়ি‌তে ঢু‌কে ওই নারীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে রওশর আরার লাশ দেখ‌তে পেয়ে পু‌লি‌শে খবর দেন। নিহত রওশন আরা ওই গ্রা‌মের মাল‌য়ে‌শিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেছেন, “নিহ‌ত রওশন আরার স্বামী মাল‌য়ে‌শিয়ায় থা‌কেন। তার দুই ছে‌লে-মে‌য়ে আছে। ছে‌লে চাকরির সুবা‌দে ঢাকায় থাকেন। মেয়ের বিয়ে হয়েছে। সে শ্বশুরবাড়িতে থাকে। রওশন আরা একাই ওই বা‌ড়ি‌তে থাকতেন। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে রওশন আরার রক্তাক্ত লাশ বারান্দায় পড়ে থাক‌তে দে‌খেন। আমিও সেখা‌নে গিয়েছি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।” 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেছেন, “নিহ‌তের ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখ‌তে পাওয়া গে‌ছে। ত‌বে, চুরি বা ডাকাতি হয়নি। বাসার মালামাল, মোবাইল ফোন, সোনার গহনা কোনো কিছুই খোয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর মাথা, মুখ ও শরীর বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন আছে। কে বা কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখনও জানা যায়‌নি। জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”