সারা বাংলা

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব

বন্দরনগরী চট্টগ্রামের ফৌজদার হাট বন্দর লিংক রোডের কাছে ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। 

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। 

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা,  উপ-পরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) মো. নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

‘ফুলের মতন আপনি ফোটাও গান’ এ প্রতিপাদ্য নিয়ে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রায় ১০ বছর ধরে এ জায়গাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলত অবৈধভাবে মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ঙ্কর। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। দুই বছর আগে জেলা প্রশাসনের নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে ১৯৪ একর খাস জমি উদ্ধার করে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে দেশি-বিদেশি ফুলের সমারোহে প্রতিষ্ঠা করা হয় ‘ডিসি ফ্লাওয়ার পার্ক’।

এবার ফুল উৎসবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে এক দিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের। শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্নার।

৫০ টাকার টিকিটে ফুল উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।