সারা বাংলা

মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা বাড়িটি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিবের বড় বোন রওশআরা বেগম।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “আমাদের একাধিক টিম কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”

রবিবার (৫ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের এই বাড়িতে ডাকাতি হয়।

সেলিম খানের বড় বোন বোন রওশআরা বেগম বলেন, “বাড়ির দরজা ভেঙে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।”