সারা বাংলা

সুনামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়‌কে সিএন‌জিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় শান্তিগঞ্জের সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) এবং শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দ মখদ্দুস আলী ও রাজিন আহমেদ সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মোটরসাইকেলে করে শান্তিগঞ্জের পাগলা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। তারা সিচনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। স্থানীয় বাসিন্দারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। 

এ দুর্ঘটনার পর জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী বলেছেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করেছি। সেগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”