সারা বাংলা

বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ পর্যটক আটক

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ছয়জনকে পর্যটককে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন। 

আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন এবং সাইফুল ইসলাম। এছাড়া মুক্তা ও কল্পনা নামে দুই নারীও রয়েছেন। 

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরঞ্জিত জানান, আটককৃতরা সুন্দরবন সংলগ্ন মোংলার লাউডোব রিসোর্টে অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার তারা সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরতে যান। তখন তারা ১১ কেজি হরিণের মাংস ক্রয় করেন এবং মোংলা ফেরিঘাট এলাকায় এসে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করেন। 

বন কর্মকর্তা সুরঞ্জিত আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে জব্দকৃত মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।