জাতীয়বাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে বলেছে ছয় মাস, তারপর বলেছে এক বছর। এখন বলে যাচ্ছেন দেড় বছর। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, নির্বাচনের রোড ম্যাপ দেন, অতিসত্বর। তা না হলে এদেশের মানুষের মনে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুন পদ্মা-মেঘনা-যমুনার পানি দিয়েও নেভাতে পারবেন না।”
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমারে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে শহরের বাটার মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
আবুল কালাম আজাদ বলেন, “একমাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে নিরপেক্ষ সরকার গঠন করবে, তারাই দেশ পরিচালনা করতে সক্ষম। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তখন দেশের স্বাধীনতা টিকে থাকবে।”
উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, নীলফামারী জেলা তাঁতী দলের সভাপতি মো. শাহাজাদা মুক্তি, ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা তাঁতী দলের সভাপতি মো. আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।