সারা বাংলা

ধামরাইয়ে দুর্ঘটনার কবলে ট্রাক, চালক নিহত 

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানারোড এলাকায় স্কুলের বইবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টা ৪৬ মিনিটের দিকে মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। আহতের নাম আনোয়ার (৩৫) বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্কুলের বই বহনকারী ট্রাকটি থানা রোড এলাকায় এসে ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। 

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায় ও নিহতের মরদেহ সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়।