সারা বাংলা

চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বুধবার (৮ জানুয়ারি) রাতে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকার জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ তাজুম ওরফে তাজুল উদ্দিন (২২), মগনামা পাড়ার আবু ছালেকের ছেলে অমিত হাসান (২৫), গোলাম কাদেরের ছেলে তারেক জিয়া (২১), কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩), বদরখালীর মো. ছোটন (২৩) ও মো. ফারুক (২৪)। মামলার আগেই তাজুম, অমিত, তারেক ও কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আরো চারজনকে আটক করা হয়। তারা হলেন- মো. বশির (৩৮), মো. শাহজাহান (২৭), মোহাম্মদ সজিব (২৫) ও মোহাম্মদ ছোটন (২৩)। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “বুধবার দুপুরে চকরিয়া থানার পুলিশ আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। একই সঙ্গে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে হাজির করা হয়। আদালতে বিচারক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবেন।”

তিনি আরো বলেন, “ঘটনার পরপরই মহেশখালী ও বদরখালী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। এজাহারভুক্ত দুই পলাতক আসামি ছোটন ও ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের সম্পৃক্ততা প্রমাণিত না হলে তাদের জামিনে বিরোধিতা করা হবে না। তবে আসল অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্ত অব্যাহত থাকবে।”