সারা বাংলা

রাঙামাটিতে শহীদ মনিরের নামে হল করার দাবিতে মানববন্ধন

রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে সন্ত্রাসী হামলায় নিহত মনির হোসেনের বিচার ও তার নামে একটি হল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, পিসিসিপি রাঙামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক হিরু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) কেন্দ্রীয় সি. সহ-সভাপতি আসিফ ইকবাল, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারের কর্মসূচি বাংলাদেশ সরকার যখনই হাতে নেয় তখনই জনসংহতি সমিতির সন্ত্রাসী গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায়। এই বাধা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্পের বিকাশ ও সামাজিক অগ্রগতি সব ক্ষেত্রেই করে। ১০ বছর আগে মেডিকেল কলেজের শ্রেণি কার্যক্রম উদ্বোধনকালে আনন্দের দিনে এই সংগঠনটির হামলায় মনির হোসেন নিহত হন।” 

সমাবেশে অবিলম্বে শহীদ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ এবং তার পরিবারকে পুনর্বাসন করার দাবি জানান। 

সমাবেশে মনির হোসেনের মা অভিযোগ করে বলেন, “মনির নিহত হওয়ার পর সরকার অনেক আশ্বাস দিলেও তার কোনো কিছুই বাস্তবায়ন করেনি।” 

প্রসঙ্গত, ২০১৫ সালে ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজের শ্রেণি কার্যক্রম উদ্বোধনের দিন মেডিকেল কলেজের বিরোধিতা করে অবরোধের ডাক দেয় পাহাড়ি ছাত্র পরিষদ। এদিন সংগঠনটির হামলায় মনির হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন।