সারা বাংলা

হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

দিনাজপুরের হিলিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ঢেলুপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি জিআরপি ফাঁড়ি ইনচার্জ তানজিলুর রহমান।

তিনি বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ঢেলুপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। পরে জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন।”

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি তানজিলুর রহমান।