এক হাজার কাঁচা মরিচ এবং একশ পেঁয়াজ দিয়ে দেশের মানচিত্র তৈরি করেছে পটুয়াখালির কলাপাড়া উপজেলা কৃষি অফিস। উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী তারুণ্যের কারুপণ্য ও কৃষিপণ্য মেলায় শস্য, সবজি দিয়ে তৈরি বিভিন্ন বিষয়ের এ ধরনের চিত্র দর্শনার্থীদের মুগ্ধ করছে।
আয়োজকরা বলছেন, বাজারে প্রায়ই পেঁয়াজ, কাঁচা মরিচসহ নানা সবজির সংকট দেখা দেয়। সংকটকালে এগুলোর মূল্য বৃদ্ধি পায়। তখন সাধারণ মানুষ কষ্ট ভোগ করেন। এ কারণে দেশব্যাপী আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মেলায় শুধু পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়েই নয়, ১২ প্রকার সবজি দিয়ে কলাপাড়া উপজেলার মানচিত্রসহ কোন শস্য কোন ইউনিয়নে সবচেয়ে বেশি চাষ হয়, মানচিত্রে বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ছাড়াও টমেটো, মুলা এবং পেঁয়াজ পাতা দিয়ে তৈরি করা হয়েছে ভালোবাসার চিহ্ন। বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা হয়েছে প্রজাপতির চিত্রকর্ম।
মাসব্যাপী তারুণ্যের উৎসব ঘিরে আয়োজিত কারুপণ্য ও কৃষিপণ্য মেলায় এগুলো দেখতে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন উৎসুক মানুষ।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের খেলার মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় শতাধিক কারুপণ্যের স্টল এবং ৮টি কৃষিপণ্যের স্টল রয়েছে। স্টলে লবণাক্ততা প্রতিরোধে কৃষিপণ্য উৎপাদনের প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, রাস্তার ধারে সবজি চাষ উৎপাদন প্রযুক্তি, পারিবারিক মডেল পুষ্টি বাগান তৈরি প্রযুক্তি, সমন্বিত কৃষি খামার তৈরি প্রযুক্তি, দুর্যোগকালীন সময়ে কৃষি উৎপাদন প্রযুক্তি, গ্রীন হাউজ কৃষি উৎপাদন প্রযুক্তি, ভার্মি কমপোস্ট সার উৎপাদন প্রযুক্তি ছাড়াও উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তি প্রদর্শন করা হয়।
মেলায় টিয়াখালী থেকে আসা দর্শনার্থী পায়েল মাহমুদ বলেন, ‘‘মেলার কথা শুনে এসেছি। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাজা কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র এবং বীজ দিয়ে তৈরি কলাপাড়ার মানচিত্র। এর আগে কখনো এতো সুন্দর মানচিত্র কোথাও দেখিনি!’’
বালিয়াতলী ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, ‘‘এখানে এসে কৃষিপণ্য উৎপাদনের নতুন নতুন প্রযুক্তি দেখেছি এবং শিখেছি। আশা করছি ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারবো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানচিত্র দুটি।’’
‘‘আমাদের উপজেলায় ব্যাপক কাঁচা মরিচ ও পেঁয়াজ উৎপাদন হয়। তবে অনেক সময় দেশে এই দুই পণ্যের সংকট দেখা দেয়। তাই দেশব্যাপী কাঁচামরিচ ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা এ মানচিত্র দুটি তৈরি করেছি।’’ বলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘‘বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে, নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি করতে এবং তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন।’’
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাঁড়িয়াবান্ধা, কানামাছি, কুতকুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলাসহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।