সারা বাংলা

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলী ছেলে। তিনি ১০ দিন আগে ইমপেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।

ঝিনাইদহ মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন জানান, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়েলের জন্য বের হলে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক আহত হন।

ওসি বলেন, “এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাক চালককেও আটক করা হয়েছে।”