চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক। ভারত-বাংলাদেশের শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপনার জেরে টানা চারদিন উত্তেজনার পর স্বাভাবিক হয়েছে জনজীবন।
এদিকে সীমান্তে উত্তজনাকর পরিস্থিতিতে মোতায়েন করা বাড়তি বিজিবি-বিএসএফ সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে।
চৌকা সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে- বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে চৌকা সীমান্তের কাছে হাতে গোনা কয়েকজন বিজিবি সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। ওপারের সীমান্তে ভারতের অভ্যন্তরেও একই পরিস্থিতি ছিল। সেখানে বাড়তি জনবল মোতায়েত করা বিএসএফ সদস্যের চোখে পড়েনি। ছিল না সাধারণ নাগরিকও। তবে বাংলাদেশ অংশে উৎসুক জনতার ভিড় ছিল।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “চৌকা সীমান্তের কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপন করছিল বিএসএফ। যখনই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, তখনই তারা কাজ বন্ধ করেছে। বারবার মানা করার পরেও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী পুণরায় কাজ শুরু করে। এ নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়। ফলে আমাদের অংশে এবং ভারতীয় অংশেও বাড়তি বিএসএফ সদস্য মোতায়েন করেছিল। বুধবার বিকেলে কমান্ডার ও সেক্টর কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ রাখতে রাজি হয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি খুবই স্বাভাবিক। কোনো ঝামেলা নেই। সীমান্তের কাছের মানুষজনও এখন স্বাভাবিক।”