হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৫০ জনের নামে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান সাহেদ, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান রজব আলী, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, তার ছেলে মনোয়ার হোসেন জাকারিয়া, মাধবপুর উপজেলার চৌমুহনীর সাবেক চেয়ারম্যান আপন মিয়াসহ ৬৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ রায়কে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরো অনেককে আহত করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দুটি হত্যাসহ কয়েকটি মামলা দায়ের হয়েছে।