সারা বাংলা

খাগড়াছড়িতে জেঁকে বসেছে শীত

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে জেঁকে বসেছে শীত। গ্রাম আর শহরে সমানভাবে বেড়েছে ঠান্ডা আর কুয়াশা। এ অবস্থায় ভ্রমণে আসা পর্যটকরা বেশি বিপাকে পড়েছেন। ঠান্ডার ভয়ে তাদের বাইরে ঘুরতে বের হওয়াই দায় হয়ে উঠেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বের হয়ে খাগড়াছড়িতে এমনই চিত্র দেখা গেছে। দেখা যায়, ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সকালে ঘুম থেকে উঠে অনেককেই ঘরের উঠানে আগুন জ্বালিয়ে তাপ নিতে দেখা যায়। বেলা বাড়লে একটু রোদের দেখা মিললেও তাপ নেই।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক মো. মাহবুবুল হক সেলিম ও মো. আলমগীর হোসেন জানান, অসহ্য রকমের ঠান্ডা। অন্যদিকে ঝরছে ঘন কুয়াশা। বইছে হিমেল বাতাস। এর মধ্যেও বাধ্য হয়ে তাদের বাইরে বের হতে হচ্ছে। ঠান্ডার জন্য তাদের বেড়ানোর শিডিউল পাল্টে যাচ্ছে। 

স্থানীয় খেটে খাওয়া শ্রমিক মো. বেলাল হোসেন বলেন, “ঠান্ডার জন্য বের হতে পারতেছি না। কিন্তু কাজ না করলেও খাওয়া জুটে না তাই বাধ্য হয়ে কাজের জন্য বের হতে হয়।” 

শীতে খুবই কষ্টে পড়েছেন বলে জানান পাহাড়ি নারী ম্রাচাইন্দা মারমা। অটোরিকশাচালক মো. রফিকুল ইসলাম জানান, ঠান্ডার কারণে বেড়ানোর মতো যাত্রী পাচ্ছেন না। 

খাগড়াছড়িতে আবহাওয়া অফিস না থাকার কারণে তাপমাত্রা কত ডিগ্রি নির্ণয় করা যাচ্ছে না। তবে মোবাইল ফোনের অ্যাপসে সকাল সাড়ে ৮ টায় ১২ ডিগ্রি সেলিসয়াস দেখা গেছে। এভাবে ঠান্ডা অব্যাহত থাকলে মানুষের আরো দুর্ভোগ বাড়বে।