গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে ‘ওলামা মশায়েখ, তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতা’ ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। সেটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- হিলি আজিজিয়া মাদরাসার শিক্ষক মুফতি তৌফিক এলাহী দাঃবাঃ ও মুফতি নুরুল করিম কাসেমী।
বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলীগের মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে চার খুনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন চারজন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।