সারা বাংলা

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ছাত্রদলের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি শিহাব হোসেনর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ সার্জারি বিভাগের চিকিৎসক মো. মিজানুল হক, সার্জারি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহিম, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রায়হান, ইনর্টানি চিকিৎসা প্রীতম কুমার দাস, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।