কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক গণসংযোগ-এর বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, “উখিয়ামুখী একটি সিএনজিতে কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী সাহাবউদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের একই উপজেলার কুতুপালং বাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী লিকু মানকিন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এছাড়া ২ জানুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।