সারা বাংলা

শেরপুরে বালু বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল কিশোরের

শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইলে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে শান্ত ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়কের ধানশাইল জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই কিশোরের না শান্ত ইসলাম। সে উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, শুক্রবার সকালে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে যাচ্ছিলো। এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, “এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”