সারা বাংলা

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাহ্লাপ্রু মারমা জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি দাইজ্জাপাড়া এলাকার আপ্রুমং মারমার ছেলে ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের বিজয় মেলা থেকে রাত ১২টার দিকে সাহ্লাপ্রু মারমা ও তার আরেক বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আলুটিলার সাপমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাহ্লাপ্রু মারমার মৃত্যু হয়।

মা‌টিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌ‌ফিকুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’