চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। চলে প্রায় ২ ঘণ্টাব্যাপী।
সিইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বাৎসরিক ৯ শতাংশ বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে অনেক কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। একই দাবিতে অন্য কারখানাগুলোর শ্রমিকরাও আন্দোলন শুরু করেছেন।
শনিবার সকাল ৯টার দিকে যখন আন্দোলনে নামেন শ্রমিকরা, তখন হঠাৎ মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অনেকের হাতেই লাঠি দেখা যায়। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সিইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, আন্দোলনের সময় কারখানার মূল গেট খোলা নিয়ে এক কারখানার শ্রমিকের সঙ্গে আরেক কারখানার শ্রমিকের কথাকাটাকাটি হয়। এর পরেই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের উদ্দেশে ঢিল ছুঁড়তে থাকে। এতে অনেকেই আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সবুজ জানিয়েছেন, দুপুর ১২টার পর আহত শ্রমিকরা হাসপাতালে আসতে শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ১২ জন হাসপাতালে এসেছেন। তাদেরকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।