সারা বাংলা

মুন্সীগঞ্জে মেঘনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে শুক্রবার রাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আজ (শনিবার) সকালে আরও একজনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনায় নাঈম (৩০) নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহত ৩ জন হচ্ছেন- মুন্সীগঞ্জের গজারিয়ার আশরাফ উদ্দিন অদুদ (৩৬), সদর উপজেলার মাহমুদ গাজী (৪০) ও বাবুল সরকার (৪৮)। 

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বলেন, “দুর্ঘটনা ঘটেছে নদীর এমন একটি স্থানে যার আশেপাশে কোনো জনমানুষ নেই। আমাদের কাছে প্রথমে খবর আসে যে একটি বাল্কহেডের সাথে সংঘর্ষে স্পিডবোটের যাত্রীরা হতাহত হন। পরে, স্থানীয় অনেকে বলছেন যে দুইটি স্পিডবোটের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। তবে, প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “স্পিডবোটটি কোনো রুটে চলাচল করতো না। এসব স্পিডবোট নিয়ে রাতে যারা নদীতে বের হয় তারা নানারকম বেআইনি কাজে যুক্ত থাকে বলে জানতে পারি। তবে, সবকিছু তদন্তে বেরিয়ে আসবে।”

নিহত মাহমুদ গাজীর বাবা আবুল হোসেন গাজী বলেন, “তারা একটি দাওয়াতে উপস্থিত হতে রাতে স্পিডবোটে করে বের হয়েছিলো।” 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “নদীতে একটি ট্রলারের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত একজন কে ঢাকা পাঠানো হয় এবং নিহত ৩ জনকে নৌপুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।”