সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘‘জুলাই অভ্যুত্থান প্রমাণ করে ফ্যাসিস্ট খুনীর খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় সুন্দর বাংলাদেশ। এ জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এ পদ্ধতিতে সকল জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে।’’
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘‘আওয়ামী লীগ এ দেশে ভারতের দালাল ছিল না, বাংলাদেশে ভারতীয় সরকার ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ১০টি দেশবিরোধী চুক্তি করেছিলেন। প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকত ভারতের অঙ্গরাষ্ট্র।’’
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রফেসর মো. লোকমান হাকীম, সহ-সভাপতি মাওলানা নাছির আহমাদ কাওছার ও মাওলানা জাকারিয়া হামিদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আবুল খায়ের।
নগর সম্মেলন উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ নেন নেতাকর্মীরা। বিকেলের মধ্যে সম্মেলনস্থল পূর্ণ হয়ে যায়। সম্মেলনকে ঘিরে নগরীতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। তবে সুশৃংখল ও শান্তিপূর্ণভাবেই সম্মেলন শেষ হয়।