সারা বাংলা

ফেনীতে ট্রাক চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 

ফেনীতে টিন বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ফেনী শহরতলীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। 

নিহত আবদুল গনি ইমরান (২৯) সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। 

নিহতের পিতা আহসান উল্লাহ্ জানান, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিন বোঝাই ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান উল্টে যাওয়া গাড়ির টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, “ইমরান তার অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় দুর্ঘটনার শিকার হয়েছে আমার ছেলে। তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই।” 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান বলেন, “হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।” 

মহিপাল হাইওয়ে পুলিশের ইমচার্জ মো. হারুনুর রশীদ বলেন, “টিন বোঝাই গাড়ি উল্টে পড়ে ছিল। গাড়ির টিনের নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”