সারা বাংলা

বহিষ্কৃত যুবদল নেতা তরিকুল গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া মারামারি মামলার আসামি বহিষ্কৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

গ্রেপ্তার তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক। 

আরো পড়ুন: শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‍“আসামি তরিকুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। একজনকে মারধরের অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের চার ঘণ্টা পর স্থানীয় প্রায় ১০০-২০০ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা থানায় এসে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।” 

এদিকে, শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেড করে যান চলাচল বন্ধ রাখে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে যান চলাচল স্বাভাবিক করতে তারা ব্লকেড উঠিয়ে নেন। 

আরো পড়ুন: আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শ্রীনগর থানার ওসি প্রত্যাহার

এদিকে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ দুপুরে শ্রীনগর থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও ১৬০-১৭০ জনকে নাম না জানা আসামি করে মামলা হয়। শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে মারামারির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয়। ওই মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ খবরে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরীর ওপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী থানায় এসে আসামি তারিকুলকে ছিনিয়ে নিয়ে যায়।