নোয়াখালীর জেলা শহর মাইজদীতে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বুঝা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করেছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ উদ্দিন জানান, হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরবর্তীতে সুবর্ণচর কবিরহাট লক্ষীপুরের আরো পাঁচটি ইউনিট যৌথ ভাবে কাজ করে। এখনও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।