রাঙামাটির কাউখালী উপজেলায় স্থাপিত বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে (পিএসটিএস) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ১৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান। অনুষ্ঠানে বক্তব্য তিনি বলেন, সৎ, কর্তব্যনিষ্ঠ, দক্ষ, সময়োপযোগী, সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধবকরণ, পুলিশকে সহায়তা করতে নাগরিক কমিটি গঠন এবং পেশাদার, জনমূখী, জবাবদিহিতামূলক নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য প্রশিক্ষণ এবং মোটিভেশনের বিষয়ে গুরুত্বারোপ করেছে।
তিনি বিশ্বাস করেন, ক্রমাগত চর্চার মাধমে আগামীর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি ড. মো. আব্দুস সোবহান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুসলিম, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির প্রমুখ।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৬তম ব্যাচে মাসকেটিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইস্রাফিল হোসেন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মারুফ হোসেন ও একাডেমিক এবং সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেরাজুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডার ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারেফুল করিম।