হবিগঞ্জের চুনারুঘাটে ঐতিহ্যবাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে বার্ষিক ওরস শুরু হয়েছে। ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি তিন দিনব্যাপী ৭০৪তম বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে দরবার শরীফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নজরদারী রয়েছে দরবার শরীফের কর্তৃপক্ষ, র্যাব, থানা পুলিশ, ডিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে দরগা কমিটি মোতাওয়াল্লী শাহ সূফী সৈয়দ সফিক আহমদ চিশতী সফি প্রথমে মাজার শরীফে গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাজার গোসল শেষে রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।
প্রসঙ্গত, সিলেটে চিরনিদ্রায় শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর সফর সঙ্গী প্রধান সেনাপতি তরফ বিজয়ী হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদ থেকে দিল্লীতে এসে সুলতান আলাউদ্দিন খিলজীর অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন।
দিল্লীর সম্রাট তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে সিলেট অঞ্চল বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ করেন। পথিমধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়ামনী (রহঃ) সঙ্গে মোলাকাত হয় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)। এ সময় মুসলমানদের উপর রাজা গৌরগবিন্দের অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি। ৭০৩ হিজরী ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয় করে হবিগঞ্জ জেলার লস্করপুর, দাউদনগর, সুলতানশী, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে তিনি বসতি স্থাপন করেন।