আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে তাদের আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তেমন পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না তা আলোচনার বিষয় নয়, বরং তাদের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।”
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী প্রমুখ।