হবিগঞ্জে তীব্র শীতের মাঝে পৌষ সংক্রান্তি উৎসব উদযাপন করা হয়েছে। জেলার পাহাড়, হাওর, গ্রাম ও শহরের বিভিন্ন বাসা-বাড়িতে এ আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলার সাতছড়ি ত্রিপুরা পল্লীতে গিয়ে দেখা যায়, ঘরে ঘরে নারীরা হরেক রকম পিঠা তৈরি করেছেন। বিবাহিত নারীরা সংক্রান্তি উপলক্ষে পিত্রালয়ে ফিরে এসেছেন। প্রতিটি পরিবারের কিশোর-কিশোরীরা নানা অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত রয়েছে।
এ উপলক্ষে আজ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে মাছের মেলা বসেছে। প্রতি বছরই পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলায় মৎস্য শিকারিরা বড় বড় মাছ নিয়ে আসে। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সৌখিন মানুষেরা এখানে মাছ কিনতে আসেন। এছাড়াও জেলার আজমিরীগঞ্জ এবং বানিয়াচংসহ বিভিন্ন স্থানে পৌষ সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ শহরের বাসিন্দা প্রদীপ দাস সাগর জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে তার পরিবারের সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে নারীরা সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে বিভিন্ন ধরনের পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাছাড়া বিভিন্ন স্থান থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আত্মীয়-স্বজন এসেছেন। তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে ছেলে-যুবারা গ্রামে গ্রামে ‘ভেড়াঘর উৎসব’ উদযাপন করেছে। খড় ও বাঁশ দিয়ে বিশেষ ধরনের ঘর তৈরি করে এতে রাত্রিযাপন করেছে তারা। পুরো রাত এ ঘরে চলে খাওয়া-দাওয়া। পরদিন ভোরে শীতল জলে স্নান সেরে আগুন দিয়ে ঘরটি পুড়িয়ে ফেলেছে।
সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, পৌষ সংক্রান্তি উদযাপন করা হয়েছে। উৎসবটিকে পৌষ সংক্রান্তি ছাড়াও মকর সংক্রান্তি, দধি সংক্রান্তি এবং বিশেষভাবে উত্তরায়ণ সংক্রান্তি নামেও অভিহিত করা হয়। এ দিন পরিবারের সবাই, বিশেষ করে শিশুরা নতুন জামা-কাপড় পরেছে।