মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশাচালক হোসাইনকে। হত্যার মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তারের পর এ তথ্য জানান পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
তিনি জানান, লাশ উদ্ধারের পর থেকে আসামি সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরে অভিধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা ব্যাটারি কেনার জন্য দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আলামিনকেও (৩২) গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মাত্র সাড়ে ৬ হাজার টাকার বিনিময়ে আলামিনের কাছে ব্যাটারি বিক্রি করে হত্যার মূল আসামি তুফান। অটোরিকশার ব্যাটারির জন্যই হত্যা করা হয় হোসাইনকে।
এর আগে গত ৩ জানুয়ারি সকালে ভাটি লক্ষ্মীপুরে থেকে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় রশি পেঁচিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় হোসাইনকে।
নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান।